মুজিববর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু পরিষদের সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে ভার্চুয়াল সভা করেছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2020, 06:56 AM
Updated : 6 Oct 2020, 06:56 AM

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মুক্তিযোদ্ধা নুরুন নবী।

সভায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই থেকে পাঠ করেন আহামেদ হাসান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি ফাহিম রেজা নূর ও যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, ক্যালিফোর্নিয়া শাখার সাধারণ সম্পাদক রানা মাহমুদ ও আটলান্টা শাখার আরেফিন চৌধুরী পিয়াল।

আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা মোরশেদ আলম, এম এ সালাম ও হাকিকুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা মকবুল তালুকদার, লেখক আশরাফ আহমেদ, সাংবাদিক নিনি ওয়াহেদ, অধ্যাপক দেলোয়ার হোসেন, বঙ্গবন্ধু পরিষদ আটলান্টা শাখার সভাপতি সাংবাদিক রুমি কবির ও সাধারণ সম্পাদক মাহবুব রহমান ভুঁইয়া, বোস্টন শাখার আহ্বায়ক সফেদা বসু এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউ ইংল্যান্ড শাখার সভাপতি মাহফুজুর রহমান।

সমাপনি বক্তব্য দেন আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফায়েত চৌধুরী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!