শেখ হাসিনাকে ‘শুদ্ধি অভিযান’ চালানোর আহ্বান প্রবাসী মুক্তিযোদ্ধাদের

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দীর্ঘায়ু কামনার পাশাপাশি দল ও প্রশাসনে ‘শুদ্ধি অভিযান’ চালানোর আহ্বান করেছেন প্রবাসে বসবাসরত মুক্তিযোদ্ধারা।  

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2020, 08:22 PM
Updated : 28 Sept 2020, 08:22 PM

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কে শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে  যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ ‘লিবারেশন ওয়ার ভেটারন্স-৭১’ এর প্রেসিডেন্ট গোলাম মোস্তফা খান মিরাজ শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ রচনায় শেখ হাসিনার দূরদর্শিতাপূর্ণ নেতৃত্ব আজ বিবেকসম্পন্ন প্রতিটি মানুষকে অভিভূত করেছে। মুক্তিযোদ্ধারাও উৎফুল্ল।”

“তবে কিছু দুষ্টলোক আওয়ামী লীগে ঢুকে পড়ে সরকারের ইমেজকে প্রশ্নবিদ্ধ করতে নানা অপকর্ম চালাচ্ছে। এমন সুযোগ-সন্ধানীদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালানোর বিকল্প নেই। এটাই প্রবাসের প্রতিটি মুক্তিযোদ্ধার আকুল আবেদন জননেত্রী শেখ হাসিনার কাছে।”

যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সেক্রেটারি রেজাউল বারিও শেখ হাসিনাকে প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে দুর্নীতিবাজদেরকে চিহ্নিত ও বিচারের মুখোমুখির আহ্বান জানান।

তিনি বলেন, “তাহলেই শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রতি আপামর জনতার আস্থা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ-সংশয় থাকবে না।”

এদিকে মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘সায়’ দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন অনুষ্ঠানের বক্তারা।

এজন্য শেখ হাসিনাকে ‘অগ্রিম ধন্যবাদ’ জানান বক্তারা।

এ প্রসঙ্গে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার বলেন, বাংলাদেশের জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক স্থায়ী কমিটির সভায় এমন সিদ্ধান্ত গৃহিত হয়েছে, যা শিগগিরই প্রধানমন্ত্রী সমীপে পেশ করা হবে।”

“এবং এটা আমরা সকলেই জানি যে, জাতিরজনকের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে নিজেকে নিবেদিত রেখেছেন শেখ হাসিনা। সে আলোকেই মুক্তিযোদ্ধাদের জীবন-জীবিকার প্রশ্নে এ বিষয়টি ঝুলে থাকবে না।”

অনুষ্ঠানে আরও ছিলেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সহ-সভাপতি রাশেদ আহমেদ, সহ-সভাপতি আবুল বাশার চুন্নু, নির্বাহী সদস্য এম এ আওয়াল, এনামুল হক, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারন্স-৭১ এর সেক্রেটারি ফারুক আহমেদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি খোরশেদ আনোয়ার বাবলু এবং শওকত আকবর রিচি প্রমুখ।

এ অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!