যুক্তরাষ্ট্রে নির্বাচন ঘিরে বাংলাদেশিদের কর্মশালা

আসছে ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ভোটার হিসেবে তালিকাভুক্তির কর্মশালা করেছেন নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিরা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2020, 09:35 AM
Updated : 28 Sept 2020, 09:36 AM

শুক্রবার অঙ্গরাজ্যটির লং আইল্যান্ডে বেশোর এলাকায় এ কর্মশালা করেন তারা।

এর সমন্বয় করেছেন মূলধারার রাজনীতিক ও সমাজ-সংগঠক হিসেবে পরিচিত  গোলাম ফারুক শাহীন।

তিনি জানান, জাতীয় নির্বাচনে বেশি সংখ্যক বাংলাদেশির অংশগ্রহণ নিশ্চিত করতে এ কর্মশালা আয়োজন করে হয়েছে। নাগরিক হয়েছেন কিন্তু ভোটার হিসেবে তালিকাভুক্ত হননি এমন বাংলাদেশিদের জন্য অনুষ্ঠিত এ কর্মশালায় আগাম ভোট প্রদানের ব্যালট সম্পর্কেও বিস্তারিত জানানো হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ‘বাংলাদেশি ও মুসলিম কম্যুনিটির বন্ধু’ হিসেবে পরিচিত স্টেট অ্যাসেম্বলিম্যান ফিল র‌্যামোজ।

আরও উপস্থিত ছিলেন হাফিজুর রহমান, রুমন প্রধান, মেজবা উদ্দিন হেলাল, মোহাম্মদ ইউনুস, নওশের আব্দুল্লাহ, এটিএম আমীন, রিয়াদ কাওয়ান, কাতার চৌধুরী, ইমাম মোহাম্মদ আজমল, ইকবাল চৌধুরী, সামীর সাহ ও মোহাম্মদ লান্টু।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!