ক্যানবেরায় বঙ্গবন্ধুকে নিয়ে একক চিত্র প্রদর্শনী

অস্ট্রেলিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘জীবনী ও উত্তরাধিকার’ শিরোনামে চার দিনব্যাপী একক চিত্র ও ছায়াচিত্র প্রদর্শনী উদ্বোধন করেছে বাংলাদেশ হাই কমিশন।

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2020, 07:12 AM
Updated : 9 Sept 2020, 07:12 AM

স্থানীয় সময় মঙ্গলবার দেশটির রাজধানী ক্যানবেরার মানুকা আর্টস সেন্টারের হুও ডেভিস গ্যালারিতে এ প্রদর্শনী  উদ্বোধন করেন হাই কমিশনার সুফিউর রহমান।

তিনি জানান, আজ থেকে ১৩ তারিখ পর্যন্ত সবার জন্য গ্যালারি খোলা থাকবে। প্রদর্শনীতে বঙ্গবন্ধুর জীবনচিত্র, ভিডিও ও ডকুমেন্টারি প্রদর্শিত হবে।

চ্যান্সরি প্রধান প্রথম সচিব তাহলীল দিলওয়ার মুন অস্ট্রেলিয়ায় মুজিববর্ষে বাংলাদেশ মিশনের নেওয়া বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।

অনুষ্ঠানের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া ও ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে ডকুমেন্টারি প্রদর্শন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!