প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্লোরিডা বিএনপির সভা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রে ভার্চুয়াল সভা করেছে দলটির ফ্লোরিডা অঙ্গরাজ্য শাখা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2020, 05:47 AM
Updated : 9 Sept 2020, 05:59 AM

মঙ্গলবার অনুষ্ঠিত এ সভায় সংগঠনটির সদস্য সচিব মোহাম্মদ ইলিয়াস খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আহ্বায়ক ইমরানুল হক চাকলাদার।

প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আমির খসরু বলেন, “বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্তর্জাতিক মহলে দেন-দরবার জোরদার করতে হবে। এক্ষেত্রে মার্কিন রাজনীতি ও প্রশাসনের সঙ্গেও লাগাতার লবিংয়ের ভীষণ প্রয়োজন। তাদেরকে যথাযথ অবহিত করতে হবে যে, বাংলাদেশে গণতন্ত্রের নাম-নিশানা মুছে ফেলার গভীর ষড়যন্ত্র চলছে।”

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, “বাংলাদেশে আমরা কেউই ভালো নেই। ক্ষমতাসীনদের দুর্নীতি-লুটতরাজ এবং অপশাসনের প্রতিবাদ করলেই গুম-খুন-গ্রেপ্তারের হুমকি রয়েছে। এক ধরনের অসহনীয় পরিবেশ বিরাজ করছে। এ থেকে পরিত্রাণে দরকার আন্তর্জাতিক লবিং।”

সভায় আরও বক্তব্য দেন দলটির সহ আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, ফ্লোরিডা বিএনপির সাবেক সভাপতি দিনাজ খান এবং সাবেক সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!