লন্ডনে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে ‘বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট’।

সৈয়দ নাহাস পাশা যুক্তরাজ্য প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2020, 06:26 AM
Updated : 7 Sept 2020, 06:26 AM

‘ব্রিটিশ বাংলাদেশি ইউনাইটেড ফুটবল ক্লাবের’ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় ১০টি দল অংশ নিয়েছে।

রোববার পূর্ব লন্ডনের উইভার্স ফিল্ড মাঠে এ খেলার উদ্বোধন করেন হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম।

ইউনাইটেড ফুটবল ক্লাবের সভাপতি বাবুল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ সালাম ও ম্যানেজার আব্দুল হেলাল চৌধুরী সেলিমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের অধিনায়ক জামাল খান।

বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী।

উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার আহবাব হোসেন, কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু এমবিই, কাউন্সিলার সাবিনা আকতার, কাউন্সিলার সাদ চৌধুরী, কাউন্সিলার ফারুক মাহফুজ আহমদ, কাউন্সিলার তারেক খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক, মানবাধিকার সম্পাদক সারব আলী, ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ধর্ম বিষয়ক সম্পাদক ছুরুক মিয়া, উপপ্রচার সম্পাদক লুতফুর রহমান সায়াদ, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, লন্ডন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শফিক আহমদ, যুগ্ম সম্পাদক সৈয়দ সাদেক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছায়েদ আহমদ ছাদ, যুগ্ম সম্পাদক ঝলক পাল, যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ ও তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক সিজিল মিয়া।

আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড ক্লাবের সহ অধিনায়ক সৈয়দ জামিল, আমিনুল হক জিলু, আব্দুল বাছির, সৈয়দ তারেক মইনুল হক, সোহেল আহমদ, আব্দুল লতিফ, আঙ্গুর আলী, তাহের কামালী, কামরুল ইসলাম, আসাদ উদ্দিন ও সুলতান মাহমুদ।

খেলায় অংশ নেওয়া দলগুলো হচ্ছে ইউনাইটেড ফুটবল ক্লাব, কিউবিট টাউন ফুটবল ক্লাব, টিম নিসচা, বিয়ানীবাজার ফ্রেন্ডস ফুটবল ক্লাব, জয় এফসি ইউকে, গোল্ডেন লায়ন, ফ্রেন্ডস ইউনাইটেড ফুটবল ক্লাব ও স্টেপনি গ্রিন ফ্রেন্ডস ক্লাব।

দিনশেষে প্রথম সেমিফাইনালে ‘বিয়ানীবাজার ফ্রেন্ড ক্লাবকে’ ট্রাইবেকারে পরাজিত করে ফাইনালে যায় ‘স্টেপনি এফসি’। পরবর্তী তারিখে ‘জয় এমসি’ বনাম ‘ইউনাইটেড এফসির’ মধ্যে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। একইদিন ফাইনাল খেলাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!