যুক্তরাষ্ট্রে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে খালেদার মুক্তি দাবি

যুক্তরাষ্ট্রে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি দাবি করেছে নেতা-কর্মীরা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2020, 05:52 AM
Updated : 1 Sept 2020, 05:52 AM

দিবসটি উপলক্ষ্যে সোমবার বিকেলে নিউ ইয়র্কের ফ্লাশিং মেডোজ পার্কে আয়োজিত ‘বারবি-কিউ পার্টি’ থেকে এ দাবি তুলে ‘তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ’।

আয়োজক সংগঠনের সেক্রেটারি আবু তাহেরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি পারভেজ সাজ্জাদ।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ।

অতিথি হিসেবে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক মজিবর রহমান মজুমদার, সাবেক সেক্রেটারি জিল্লুর রহমান, জ্যামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারি মঞ্জুর আহমেদ চৌধুরী, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদি ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, ফারুক হোসেন মজুমদার, জাহাঙ্গির সোহরাওয়ার্দি ও খলকুর রহমান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!