লেবাননে বিস্ফোরণে আহত আরেক বাংলাদেশির মৃত্যু

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ২১ দিনের মাথায় আহত আরেক বাংলাদেশি মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2020, 02:09 PM
Updated : 25 August 2020, 02:09 PM

মঙ্গলবার মাউন্ট লেবানন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে  বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।

গত ৪ অগাস্ট বৈরুতে এই বিস্ফোরণে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ছয়জন বাংলাদেশি।

নিহত মো. জামালের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামে। ২৭ বছর বয়সী এই প্রবাসী কর্মী ২০১৮ সালে সেখানে গিয়েছিলেন।

বৈরুতের বন্দর এলাকার গুদামে সাত বছর ধরে পড়ে থাকা উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকের গুদামে ৪ অগাস্ট ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে অন্তত ২২০ জন নিহত এবং ছয় হাজারের বেশি মানুষ আহতের খবর দিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের মধ্যে সংঘটিত এই বিস্ফোরণের পর প্রতিবাদের মুখে ক্ষমতা ছেড়েছে দেশটির সরকার।

ওই বিস্ফোরণে সর্বশেষ জামালসহ এ পর্যন্ত মোট ছয়জন বাংলাদেশির প্রাণ গেছে বলে জানিয়েছেন দূতাবাস কর্মকর্তা মামুন। আহত হয়েছেন অন্তত ৭৮ জন।

তিনি বলেন, তাদের মধ্যে দুজনের মরদেহ ইতোমধ্যে বাংলাদেশে পাঠানো হয়েছে। চলতি সপ্তাহে বাকি তিনজনের মরদেহ পাঠানোর কথা রয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!