২১ অগাস্ট গ্রেনেড হামলার রায় কার্যকরের দাবিতে নিউ ইয়র্কে র‍্যালি

২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে বর্বরতম গ্রেনেড হামলার মামলায় দণ্ডিতদের রায় কার্যকরের দাবিতে নিউ ইয়র্কে র‍্যালি করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2020, 05:19 AM
Updated : 21 August 2020, 05:19 AM

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের অন্যতম যুগ্ম সম্পাদক আশরাব আলী খান লিটনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া।

তিনি অভিযোগ করেন, “একাত্তরের রাজাকারের ছেলেসহ ঘাতকদের স্বজনেরা এই নিউ ইয়র্কে বসেও বাংলাদেশের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধে নানা কল্প-কাহিনি রটাচ্ছে। সুযোগ পেলেই ওরা আবারো ১৫ অগাস্টের মতো নৃশংসতা চালিয়ে বাংলাদেশকে পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার হুমকি দিচ্ছে।”

‘আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের’ সভাপতি ও সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখার নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা লাবলু আনসার বলেন, “বঙ্গবন্ধুর ঘাতক হিসেবে দণ্ডিত রাশেদ চৌধুরী এখনো যুক্তরাষ্ট্রে বাস করছে। তাকে ফিরিয়ে নিতে ট্রাম্প প্রশাসনের চলমান উদ্যোগকে ত্বরান্বিত করতে নিজ নিজ অবস্থান থেকে প্রতিটি প্রবাসীকে সোচ্চার থাকতে হবে। নির্বাচিত কংগ্রেসম্যান, সিনেটরসহ ট্রাম্প প্রশাসনে লবিং চালাতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, ফোরামের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারি, সেক্টর কমান্ডারস ফোরামের সহ সভাপতি আবুল বাশার চুন্নু, নির্বাহী সদস্য এম এ আওয়াল, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি মোস্তফা কামাল পাশা মানিক, যুগ্ম সম্পাদক মো. আরিফুল ইসলাম, ইদ্রিস আলম ও সাহাবউদ্দিন চৌধুরী লিটন।

র‌্যালিতে আরও অংশ নেন মুক্তিযোদ্ধা এনামুল হক, মুক্তিযোদ্ধা সানাউল্লাহ, ফোরামের কোষাধ্যক্ষ আলিম খান আকাশ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি আবুল বাশার ভূইয়া সন্দ্বিপী, আলমগীর কবীর, মোরশেদ খান বদরুল, এটিএম রানা, ফখরুদ্দিন মিলন, জহিরুল ইসলাম, মাস্টার কামালউদ্দিন, ইদ্রিস আলী, আকবর হোসেন, নাজিম উদ্দিন, কাজী মোস্তফা, জামি ও কার্জন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!