যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই ভাইয়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি দুই ভাই, আহত হয়েছেন তাদের আরেক ভাই।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2020, 06:55 PM
Updated : 18 August 2020, 06:59 PM

মঙ্গলবার ভোররাতে বাফেলো থেকে নিউ ইয়র্কে ফেরার সময় রচেস্টার এলাকায় তারা দুর্ঘটনায় পড়েন বলে পুলিশ জানিয়েছে।

নিহত মোজাম্মেল হক রাসেল (৩০) যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও ‘ময়মনসিংহ বিভাগ তারুণ্য’ নামক একটি সংগঠনের নেতা।

তিনি গাড়ি চালাচ্ছিলেন। তার গাড়িতে থাকা ছোট ভাই হিমেল এ জয়ও (২৪) ঘটনাস্থলেই মারা যান।

তাদের ভাই আনিসুল হক আপেল (২৩) এবং গাড়িতে থাকা কেনেডি অপি (১৮) নামে আরেকজন আহত হন। তাদের স্ট্রং মেমরিয়্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে পুলিশ জানিয়েছে।

নিহত মোজাম্মেল হক রাসেল ও তার ছোট ভাই হিমেল

নিউ ইয়র্ক রাজ্য পুলিশ জানিয়েছে, বিপরীত দিক থেকে (ভুল পথে) আসা একটি গাড়ির সঙ্গে রাসেলের গাড়ির সংঘর্ষ হয়।

অন্য গাড়িটির চালক ৮১ বছর বয়েসী চার্লস বারগারস্টোকও ঘটনাস্থলে মারা যান। তিনি ওহাইয়োর বাসিন্দা।

রাসেল নিউ ইয়র্ক সিটির এস্টোরিয়ায় সপরিবারে বসবাস করছিলেন। তাদের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে।

রাসেলের বাবা নিউ ইয়র্ক বোর্ড অব ইলেকশন কমিশনের কর্মকর্তা সিরাজুল ইসলাম ভূইয়া জানান, রাসেলসহ অন্যরা নায়েগ্রা জলপ্রপাত দেখতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে।

রাসেল ও জয়ের লাশ ময়না তদন্তের পর নিউ ইয়র্কে এনে দাফন করা হবে বলে জানান সিরাজুল।

এ দুর্ঘটনায় বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। আমেরিকায় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সংগঠনের নেতাদের মধ্যে শরাফ সরকার, মোর্শেদা জামান, হুমায়ূন কবীর এবং ফরিদ আহমেদ শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন। শোক জানিয়েছেন নিউ ইয়র্কে বাংলাদেশের  কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাও।