বঙ্গবন্ধুর খুনি রাশেদকে ফেরত দেবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত জিয়াউদ্দিন

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা রাশেদ চৌধুরীকে দেশটি ‘শীঘ্র বাংলাদেশে ফেরত পাঠাবে’ বলে জানিয়েছেন রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2020, 05:40 AM
Updated : 17 August 2020, 05:40 AM

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শনিবার ওয়াশিংটন ডি.সিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক সভায় একথা বলেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্ত খুনিরা যুক্তরাষ্ট্রসহ বিদেশের মাটিতে লুকিয়ে আছে। আমরা আশ্বস্ত হয়েছি যে গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনে চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে শীঘ্রই বাংলাদেশে ফেরত পাঠাবে।”

দূতাবাসের প্রেস মিনিস্টার শামিম আহমদ জানান, দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিমূর্তিতে ফুল দিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় তারা কালো ব্যাজ পরিধান করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!