জাতিসংঘের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2020, 05:44 AM
Updated : 15 August 2020, 05:44 AM

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে আয়োজিত এক কর্মসূচিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন তারা।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী।

যুক্তরাষ্ট্র ও কানাডায় পালিয়ে থাকা বঙ্গবন্ধুর দণ্ডিত ঘাতকদের অবিলম্বে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

নেতা-কর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সহ সভাপতি মফিজুর রহমান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি আব্দুল কাদের মিয়া এবং মোরশেদ খান বদরুল, যুগ্ম সম্পাদক আশরাব আলী খান লিটন এবং ওয়াসিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান ও সমিরুল ইসলাম বাবলু।

উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল হাই জিয়া, মোস্তফা কামাল পাশা মানিক, মাস্টার কামালউদ্দিন, আবুল বাশার ভূইয়া, ইদ্রিস আলম, ফখরুদ্দিন চৌধুরী মিলন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য আমিনুল ইসলাম কলিন্স, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য মুসলিম আবরার জিলানী, এটিএম রানা ও এটিএম মাসুদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!