বন্দিজীবন কাটিয়ে চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের ফুটবল

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন লকডাউনে ঘরবন্দি জীবন থেকে স্বাভাবিক জীবনে ফেরা ও অ্যাকাডেমিক সেমিস্টার শেষ হওয়া উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলেছে চীনের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।

ছাইয়েদুল ইসলাম, চীন প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2020, 03:37 AM
Updated : 24 July 2020, 03:37 AM

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের ইচাং শহরে অবস্থিত চায়না থ্রি গর্জেস ইউনিভার্সিটির সেন্ট্রাল স্টেডিয়ামে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে এ খেলা অনুষ্ঠিত হয়।

এতে ‘সিনিয়র একাদশকে’ ৬-১ গোলে পরাজিত করে ‘জুনিয়র একাদশ’। সিনিয়র একাদশে অধিনায়ক ছিলেন আশিকুর রহমান আশিক ও জুনিয়র একাদশে অধিনায়ক ছিলেন মো. রতন ভূইয়া।

খেলা শেষে খেলোয়াড়দের পুরস্কার দেন মোস্তাফিজুর রহমান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!