‘যুক্তরাষ্ট্র বিএনপিতেও ভাইরাস ঢুকে পড়েছে’

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিএনপির নেতাকর্মীদের একাংশ মনে করেন, করোনাভাইরাসের  মত যুক্তরাষ্ট্র বিএনপিতেও ভাইরাস ঢুকে পড়েছে।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2020, 07:26 PM
Updated : 1 June 2020, 07:26 PM

স্থানীয় সময় রোববার রাতে নিউ জার্সি স্টেট বিএনপির উদ্যোগে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সভায় বক্তাদের কেউ কেউ এ ক্ষোভ প্রকাশ করেন।

সভা শুরু হয় জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও খালেদা জিয়ার  রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া দিয়ে।

এতে বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল বলেন, “বাংলাদেশে আওয়ামী ভাইরাসে অতিষ্ঠ সাধারণ মানুষ। করোনা-প্রণোদনা হিসেবে বরাদ্দকৃত অর্থ এবং ত্রাণ সামগ্রীর হরিলুট চলছে।”

“একইভাবে এই প্রবাসেও বিএনপির ব্যানারে কিছু লোক ত্রাণ-সামগ্রীর নামে ফটো সেশনে মিলিত হয়ে চাঁদাবাজি করছেন- যা খুবই দু:খজনক।”

তিনি বলেন, “করোনাভাইরাসের মত যুক্তরাষ্ট্র বিএনপিতেও ভাইরাস ঢুকে পড়েছে। যারা ৮-১০টি প্যাকেট বানিয়ে ফটো-সেশনের নামে এই প্রবাসে ত্রাণ তৎপরতা চালাচ্ছেন। এমন ভাইরাস থেকে বিএনপিকে মুক্ত করতে ঐক্যের বিকল্প নেই।”

ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন নিউ জার্সি স্টেট বিএনপির সভাপতি নূরল ইসলাম খসরু এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আবুল কালাম।

এতে প্রধান অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু সকলকে জিয়াউর রহমানের মতো ত্যাগের রাজনীতিতে উজ্জীবিত থাকার অনুরোধ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন নিউ ইয়র্ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।

তিনি সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আলোচনায় আরো অংশ নেন মো. শাহজাহান।