কোভিড-১৯: নিউ ইয়র্কে আরও এক বাংলাদেশির মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আরও একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। 

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2020, 04:19 PM
Updated : 13 May 2020, 04:21 PM

মৃত বাংলাদেশির নাম মতিউর রহমান (৬৭)। তিনি নিউ ইয়র্ক সিটির কুইন্সে বসবাস করতেন। বাংলাদেশে তার বাড়ি সিলেটের বিয়ানিবাজারে।

হাসপাতাল এবং স্বজনের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।

মতিউর রহমানসহ এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত বাংলাদেশির মোট সংখ্যা দাঁড়াল ২২০ জনে।

এদিকে, নিউ ইয়র্ক রাজ্যে গত কয়েকদিন মৃত্যুর সংখ্যা কমলেও রোববারের তুলনায় সোমবার ৩৪ জন বেশি মারা গেছেন। তবে এ সংখ্যা ২০০ জনের কম হওয়ার পাশাপাশি নতুন রোগীর হাসপাতালে ভর্তির সংখ্যা অনেক কমেছে বলে জানিয়েছেন স্টেট গভর্নর অ্যান্ড্রু ক্যুমো।

নিয়মিত প্রেসব্রিফিংকালে স্টেট গভর্নর জানান, সোমবার মারা গেছে ১৯৫ জন। আগের দিন এ সংখ্যা ছিল ১৬১।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!