পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে যুক্তরাষ্ট্র থেকে ২৬০ বাংলাদেশি ফিরছেন

যুক্তরাষ্ট্রে আটকে পড়া ২৬০ বাংলাদেশিকে ভাড়া করা বিশেষ ফ্লাইটে ঢাকায় ফেরানোর উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2020, 03:27 PM
Updated : 13 May 2020, 03:28 PM

পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওয়াশিংটন ডিসির কাছের ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আগামী শুক্রবার স্থানীয় সময় রাত ১১টায় কাতার এয়ারওয়েজের চার্টার্ড করা এ ফ্লাইটটি বাংলাদেশিদের নিয়ে রওনা হবে।

শুক্রবারের ওই বিমানে দেশে ফিরতে ইচ্ছুকদের সন্ধ্যা ৭টার মধ্যে এয়ারপোর্টে থাকার জন্য বলা হয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ ছিল। ফলে বিপুলসংখ্যক বাংলাদেশি যুক্তরাষ্ট্রে আটকা পড়েছিলেন। আটকে পড়া বাংলাদেশিদের দুর্দশার কাহিনী গণমাধ্যমে প্রথম এনেছিলেন ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী।  

সেসব সংবাদের প্রেক্ষিতেই পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেন বিশেষ ফ্লাইটে বাংলাদেশিদের ফিরিয়ে নিতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং নিউ ইয়র্ক কন্স্যুলেটকে।

দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের তালিকা করার সময় জানা যায়, অনেকেই ইতিমধ্যে বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে ডিসকাউন্ট মূল্যে হোটেল অথবা ছাত্র-ছাত্রীরা তাদের এদেশীয় সহপাঠীদের বাসায় উঠেছেন।

তবে ব্যবসায়ী, আমলা এবং অন্য পেশার লোকজনের দেশে ফেরা খুবই জরুরি হওয়ায় তারাই বিশেষ এ বিমানে ভ্রমণে তালিকাভুক্ত হয়েছেন।

এ কে এ মোমেন বলেন, “যুক্তরাষ্ট্র থেকে ফ্লাইটে উঠার আগে ৭২ ঘণ্টার মধ্যে যারা চিকিৎসকের ছাড়পত্র নেবেন (করোনা-নেগেটিভ) তারা ঢাকায় অবতরণের পর পুনরায় স্বাস্থ্য পরীক্ষার সম্মুখীন হবেন। শরীরের তাপমাত্রা যদি স্বাভাবিক হয়, তাহলে তাদেরকে নিজ বাসায় ১৪দিন কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হবে। অন্যথায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে।”

“আর যারা নিজ খরচে ঢাকার বিলাসবহুল হোটেলে কোয়ারেন্টিনে থাকতে চান, সে ব্যবস্থাও রয়েছে ওয়েস্টিনহ কয়েকটি হোটেলে। ভাড়াও অনেক কম নেয়া হচ্ছে। ভাড়ার সাথে খাবারও যুক্ত।”

চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বেশ কয়েক হাজার বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!