মৃত্যুর সংবাদবিহীন যুক্তরাষ্ট্র প্রবাসীদের একটি দিন

প্রায় দেড় মাস পর একটি দিন যুক্তরাষ্ট্র প্রবাসীরা পার করলেন করোনাভাইরাসে আক্রান্ত কোন স্বদেশীর মৃত্যু সংবাদ ছাড়া। বুধবার দেশটিতে কোন প্রবাসীর ভাইরাস সংক্রমণে মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2020, 05:02 AM
Updated : 7 May 2020, 05:02 AM

তবে এদিন নিউ ইয়র্কে প্রবীন দুই প্রবাসী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর একজন সৈয়দা জিন্নাতুল বাহার (৬৯) হৃদরোগে আক্রান্ত হয়ে ব্রঙ্কসে মন্টিফিউর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপরজন রমিজ মিয়া (৬৭) কিডনি রোগ নিয়ে কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

অপরদিকে মঙ্গলবার নিউ ইয়র্কে আরও ৩ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবার খবর এসেছে। এর আগে একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছিল, এর ফলে মঙ্গলবার মোট ৪ জনের মৃত্যু হলো।

মৃতরা হলেন নজরুল ইসলাম (৫৩), আব্দুল হাফিজ দুদু মিয়া (৭৫) ও জুলেখা বিবি (৭৮)।

হাসপাতালের উদ্ধৃতি দিয়ে শ্রমিক ইউনিয়নের নেতা কাজী মুনির জানান, ট্যাক্সি চালক নজরুল ইসলাম (৫৩) মঙ্গলবার এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

একইদিন একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিয়ানিবাজার পৌরসভার আওয়ামী লীগ নেতা আব্দুল হাফিজ দুদু মিয়া (৭৫) মারা যান বলে জানান যুক্তরাষ্ট্রে ‘বিয়ানিবাজার সমিতির’ কর্মকর্তারা।

একইদিন ব্রঙ্কসে লেবানন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুলেখা বিবি (৭৮)। তিনি সিলেটের সন্তান ও ‘ব্রঙ্কস মুসলিম সেন্টারের’ প্রতিষ্ঠাতা সদস্য শুক্কুর আলীর মা বলে জানান মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক সোলায়মান আলী।

এদিকে সোমবার নিউ ইয়র্কে সওয়াবুর রহমান (৮২) নামে আরেক প্রবাসী মারা গেছেন। পুলিশের সাবেক এ কর্মকর্তা যুক্তরাষ্ট্র যুবদল নেতা মহিবুর রহমান খান শাহীনের বাবা। তার মৃত্যুতে শোক জানিয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপি সমর্থকরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!