কুয়েতে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা

অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত সরকার। ঘোষণা দেয়ার পর যেসব অবৈধ অভিবাসী কুয়েতে রয়েছেন তাদের প্রতি ‘সন্তুষ্টি’ প্রকাশ করেছেন কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল সালেহ।

আ হ জুবেদ, কুয়েত প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2020, 07:46 AM
Updated : 4 April 2020, 07:46 AM

আনাস আল সালেহর টুইটারে দেওয়া এক স্ট্যাটাসের বরাত দিয়ে স্থানীয় ইংরেজি দৈনিক ‘আরব টাইমস’ এ খবর জানায়।

এতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অবৈধ অভিবাসীদের কুয়েত ছাড়ার প্রক্রিয়া সহজ করার জন্য তাদের দূতাবাসগুলো যথাযথ সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

অবৈধ অভিবাসীদের কুয়েত সরকার সাধারণ ক্ষমা ঘোষণার তৃতীয় দিন আজ। পহেলা এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অবৈধ অভিবাসীদের কুয়েত ছাড়ার জন্য সময়সীমা নির্ধারণ করেছে কুয়েত সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অবৈধ অভিবাসীরা জরিমানা ছাড়াই কুয়েত ছাড়তে পারবেন, পাশাপাশি কুয়েত সরকারের খরচে আকামা ছাড়া প্রবাসীদের তাদের নিজ নিজ দেশে পাঠানো হবে।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পহেলা এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যদিকে এ প্রক্রিয়া সম্পন্ন করতে অবৈধ অভিবাসী বাংলাদেশিদের জন্য ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল সময় নির্ধারণ করা হয়েছে।

কুয়েত সরকারের সাধারণ ক্ষমা ঘোষণার এ সুযোগকে কাজে লাগিয়ে কুয়েত ছাড়তে অবৈধদের আহ্বান জানান কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান।

দূতাবাসের জ্যেষ্ঠ এ কর্মকর্তা বলেন, “অবৈধদের জন্য একটি ভালো সুযোগ দিয়েছে কুয়েত সরকার। সাধারণ ক্ষমার নির্দিষ্ট সময়ের মধ্যে অবৈধ অভিবাসীরা কুয়েত ছাড়লে ফের নতুন ভিসা নিয়ে কুয়েতে প্রবেশ করতে পারবেন।”

এছাড়া অবৈধদের অবগতির জন্য কুয়েত দূতাবাসের পক্ষ থেকে একটি ‘জরুরি বিজ্ঞপ্তি’ দূতাবাসের ফেইসবুক পেইজে পোস্ট করা হয়। 

এদিকে কুয়েতে বৈধ হয়ে প্রবেশ করা প্রবাসীরা অবৈধ হওয়ার কারণ তার সরকার খতিয়ে দেখছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল সালেহ বলেন, “যেসব কোম্পানি বা ব্যক্তি ভিসা ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট তাদের নামের তালিকা তৈরি করতে এরই মধ্যে তার মন্ত্রণালয় কাজ শুরু করে দিয়েছে।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!