করোনাভাইরাস: স্পেনে বাংলাদেশির মৃত্যু

স্পেনের মাদ্রিদে নভেল করোনাভাইরাসের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

কবির আল মাহমুদ, স্পেন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2020, 04:03 PM
Updated : 26 March 2020, 04:03 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে ৬৭ বছর বয়স্ক ওই ব্যক্তির মৃত্যু ঘটে বলে তার মৃত্যু সনদে উল্লেখ করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তিনি সর্দি-কাশি ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। করোনাভাইরাসের লক্ষণ থাকায় সেভাবেই তার চিকিৎসা চলছিল। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।

নভেল করোনাভাইরাসে বিপর্যস্ত স্পেনে মৃতের সংখ্যা ইতোমধ্যে চার হাজার ছাড়িয়ে গেছে। বিশ্বে ইতালির পরে স্পেনেই মৃতের সংখ্যা এখন সবচেয়ে বেশি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!