করোনা কিট তৈরিতে পর্তুগাল প্রবাসীর ৫ লাখ টাকা অনুদান

করোনাভাইরাস শনাক্তকরণের কিট তৈরির কাজে সহায়তায় গণস্বাস্থ্য কেন্দ্রকে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছেন পর্তুগাল প্রবাসী এক বাংলাদেশি।

নাঈম হাসান, পর্তুগাল থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2020, 08:45 AM
Updated : 23 March 2020, 08:45 AM

আহমেদ ইফতেখার চৌধুরী নামে চট্টগ্রামের এ সন্তান রোববার ঢাকায় কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর হাতে এ অনুদান তুলে দেন।

রাশেদ খান নামে আরেক প্রবাসী জানান, গণস্বাস্থ্য কেন্দ্রকে পাঁচ লাখ টাকার অনুদান ছাড়াও এক লাখ টাকায় ঢাকার বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, নার্স ও মেডিকেল স্টাফদের জন্য মাস্ক, পিপিই ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করেছেন ইফতেখার।

এ বিষয়ে ইফতেখার চৌধুরী বলেন, “এ মুহূর্তে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের পাশে থাকা। করোনাভাইরাস শনাক্তকরণে যে কিট তারা তৈরি করেছে সেটা যেন খুব দ্রুত বাজারজাত করতে পারে।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!