৩৫তম ফোবানা সম্মেলনের ভেন্যু চূড়ান্ত

উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা’ (ফোবানা) তাদের ৩৫তম সম্মেলনের ভেন্যু চূড়ান্ত করেছে।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2020, 08:09 AM
Updated : 21 March 2020, 08:09 AM

আগামী বছর সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এ সম্মেলনের ভেন্যু যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডি.সির ‘গেলর্ড ন্যাশনাল কনভেনশন সেন্টার’ বলে জানান আয়োজকরা। 

চুক্তিপত্র হাতে জিআই রাসেল ও ফাইজুল ইসলাম

বুধবার ওই কনভেনশন সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে এ সম্পর্কিত চুক্তি স্বাক্ষর করেন সম্মেলনের আয়োজক কমিটির আহ্বায়ক জিআই রাসেল। এসময় কমিটির কোষাধ্যক্ষ ফাইজুল ইসলাম উপস্থিত ছিলেন।

গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিত ৩৩তম ফোবানা সম্মেলনে ভোটাভুটির মাধ্যমে ২০২১ এর ফোবানা কনভেনশনের আয়োজক নির্বাচিত হয় ওয়াশিংটনের সংগঠন ‘আমেরিকা-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি’। এরপর প্রতিনিধিত্বকারিদের সভায় আয়োজক কমিটির আহ্বায়ক জিআই রাসেল ও সদস্য সচিব হন শিব্বীর আহমেদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!