চীনে দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে চীনে বাংলাদেশ দূতাবাস।

ছাইয়েদুল ইসলাম, চীন প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2020, 12:22 PM
Updated : 17 March 2020, 12:34 PM

স্থানীয় সময় মঙ্গলবার বেইজিং-এ অবস্থিত দূতাবাসের দোয়েল হলে দিনটি উপলক্ষে নানা আয়োজন করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান, দূতাবাস উপপ্রধান মাসুদুর রহমান ও প্রতিরক্ষা উপদেষ্টা এস. এম. মাহবুবুল আলম।

দূতাবাসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুকে নিয়ে সংকলন প্রকাশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন।

দূতাবাস সূত্র জানায়, করোনাভাইরাসের পরিস্থিতির মধ্যে চীনা সরকারের নির্দেশনা অনুযায়ী সীমিত পরিসরে মুজিব শতবর্ষের এ আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!