কুয়েতে দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস।

আ হ জুবেদ, কুয়েত প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2020, 11:50 AM
Updated : 17 March 2020, 11:50 AM

সোমবার দেশটির মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।

দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের পরিচালনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনান ডিফেন্স অ্যাটাচে মোহাম্মদ আবু নাসের, কাউন্সেলর জহিরুল ইসলাম খাঁন, সোনালী ব্যাংকের প্রতিনিধি মোহাম্মদ জাকির হুসেন ও দ্বিতীয় সচিব নিয়াজ মোরশেদ। 

দূতাবাসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, কোরআন থেকে পাঠ, দোয়া ও মোনাজাত, বাণী পাঠ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেওয়া।

দূতাবাস সূত্র জানায়, করোনাভাইরাস প্রতিরোধে কুয়েত সরকারের নেওয়া নানা পদক্ষেপ যাতে বাধাগ্রস্ত হয় বা দেশটির সরকারের নির্দেশাবলী অমান্য না হয় এমন কর্মসূচি পালন করে দূতাবাস।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!