৭ মার্চের ভাষণ স্মরণে নিউ ইয়র্কে সমাবেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে সমাবেশ করেছে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ যুক্তরাষ্ট্র শাখা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2020, 09:17 AM
Updated : 8 March 2020, 09:22 AM

শনিবার নিউ ইয়র্কের ব্রুকলিনে একটি পার্টি হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আসরাব আলী খান লিটনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের অন্যতম সহ সভাপতি মোস্তফা কামাল পাশা মানিক। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া।

বক্তব্য দিচ্ছেন জাকারিয়া চৌধুরী

প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী। প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত লেখক-বিজ্ঞানী ও মুক্তিযোদ্ধা নূরুন্নবী।

বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুব্রত তালুকদার, ‘সন্দ্বীপ অ্যাসোসিয়েশন’র সাবেক সাধারণ সম্পাদক রেফায়েত চৌধুরী, ম্যানহাটান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম ও ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আলমগীর কবীর।

বক্তব্য দিচ্ছেন আব্দুল কাদের মিয়া

আরও উপস্থিত ছিলেন ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’র  সহ সভাপতি এ কে এম ফজলুল হক, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, ‘আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব’র সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার, মুক্তিযোদ্ধা বিজ্ঞানী জিনাত নবী ও প্রচার সম্পাদক শাহ ফারুক।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!