৭ মার্চ উপলক্ষ্যে জাপানে দূতাবাসের সভা

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে জাপানে আলোচনা সভা করেছে বাংলাদেশ দূতাবাস।

এস এম নাদিম মাহমুদ, জাপান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2020, 09:01 AM
Updated : 7 March 2020, 01:19 PM

শনিবার দেশটির রাজধানী টোকিওতে দূতাবাস অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পড়েন দূতাবাসের কাউন্সেলর জিয়াউল আবেদিন ও আরিফুল হক।

আরিফ মোহাম্মদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন দূতাবাসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদা আকতার।

তিনি বলেন, “বঙ্গবন্ধুর সেই অগ্নিঝরা ভাষণ পুরো বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধে অনুপ্রাণিত করেছিলো, এই ভাষণ ছিলো স্বাধীনতার অমর কবিতা।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!