কানাডায় উদীচীর শহীদ দিবস পালন

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ পালন করেছে ‘বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’ কানাডা সংসদ।

প্রবাস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2020, 08:59 AM
Updated : 3 March 2020, 09:00 AM

দিনটি উপলক্ষ্যে টরন্টোর ড্যানফোর্থ অ্যাভিনিউ বাঙালিপাড়ায় নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে ফুল দেন তারা। সংগঠনটির সাধারণ সম্পাদক মিনারা বেগমের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অখিল সাহা।

‘টরন্টো শহীদ মিনার নির্মাণ তহবিল কমিটি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চয়নিকা দত্তের কাছে এক হাজার ডলারের চেক দেয় উদীচী।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির সামাজিক-সাংস্কৃতিক সংগঠক ম্যাক আজাদ ও সাধারণ সম্পাদক রিজওয়ানুর রহমান, কানাডা উদীচীর ভাইস প্রেসিডেন্ট সৌমেন সাহা, সাধারণ সম্পাদক মিনারা বেগম ও প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আজফার ফেরদৌস।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!