ওয়াশিংটন ডি.সিতে শহীদ মিনার উদ্বোধন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডি.সিতে শহীদ মিনার উদ্বোধন করেছে বাংলাদেশ দূতাবাস।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2020, 07:06 AM
Updated : 27 Feb 2020, 07:06 AM

২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের শহীদ স্মরণে দূতাবাস ভবনের সীমানা দেয়ালের ভেতর ঢোকার পথে একপাশে এ শহীদ মিনার নির্মাণ করেন তারা।

দেশটির টেক্সাসের হিউস্টন, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস ও নিউ জার্সির প্যাটারসনে স্থায়ী শহীদ মিনার রয়েছে। সেই তালিকায় যুক্ত হলো ওয়াশিংটন ডি.সি।

প্রবাসীরা জানান, ওয়াশিংটন ডি.সির মতো জাতিসংঘের শহর নিউ ইয়র্কেও স্থায়ী শহীদ মিনার নির্মাণ সম্ভব। নিউ ইয়র্ক সিটিতে শহীদ মিনারের মতো স্থাপত্য নির্মাণের বিপক্ষে বিধি থাকলেও ম্যানহাটানে নিজস্ব ভবন কিনে কন্স্যুলেট অফিস করে তা বাস্তবায়নের পক্ষে মত দেন তারা।

সর্বশেষ গত সেপ্টেম্বরে জাতিসংঘে বাংলাদেশ মিশনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্স্যুলেট অফিসের জন্য একটি ভবন খুঁজে দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। মধ্য ফেব্রুয়ারিতে ঢাকা থেকে একটি টিম নিউ ইয়র্কে আসার কথা ছিল খুঁজে পাওয়া কয়েকটি ভবন পরিদর্শন ও মূল্য যাচাই করার জন্য। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে বলে জানা গেছে।