আমিরাতে সুদানিদের হামলায় বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতে একদল সুদানি নাগরিকের মারধরের শিকার হয়ে গুরুতর আহত হওয়ার ২০ দিন পর এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

জাহাঙ্গীর কবীর বাপপি, আরব আমিরাত প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2020, 04:05 PM
Updated : 20 Feb 2020, 04:05 PM

আরব আমিরাতের শারজাহ-তে নিহত ওই বাংলাদেশির নাম মোহাম্মদ ইসমাঈল (৩২)। তিনি চট্টগ্রামের পটিয়ার মনসা গ্রামের আবুল কাশেমের ছেলে।    

বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে শারজাহ এর আল কাসেমী হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন নিহতের আত্মীয় ও আমিরাত প্রবাসী ওমর ফারুক রেজা এবং কাইসার নাহিদ। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তারা জানান, গত ৩১ জানুয়ারি তাদের বসবাসস্থল আলি মুসায় ক্যাম্পের কাছে পাকিস্তানি মালিকানাধীন কোম্পানি সালমান শেখ কন্ট্রাক্টিং কোম্পানির লোকজনের সাথে পাশের ক্যাম্পের একদল সুদানির সাথে ঝগড়া হয়। বিবাদ শুরু হলে ইসমাইল তা থামাতে গিয়ে সুদানিদের রোষানলে পড়েন।

সেদিন গভীর রাতে সুদানিরা লাঠিসোটা দিয়েও অতর্কিতে ক্যাম্পে হামলা করলে তিনি তাদের আক্রমণে গুরুতর জখম হন।

পরে পুলিশ এসে তাকে অন্যান্য আহতদের সাথে হাসপাতালে নিয়ে যায়। ২০দিন সেখানে সংজ্ঞাহীন অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কাটানোর পর শুক্রবার সকালে ইসমাইলকে মৃত ঘোষণা করেন কতর্ব্যরত চিকিৎসকরা।

নিহত ইসমাইল স্ত্রী, ছয় বছরের একটি কন্যা সন্তান ও সাত মাস বয়সের পুত্র সন্তান রেখে গেছেন।

এক দশক ধরে ইসমাইল শারজাহতে একজন প্লাম্বিং ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!