‘জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র ২০ বছর পূর্তি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের জ্যামাইকায় ২০ বছর পূর্তি উৎসব করেছে প্রবাসীদের সংগঠন ‘জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2020, 06:21 AM
Updated : 20 Feb 2020, 06:21 AM

রোববার সন্ধ্যায় জ্যামাইকার অ্যাবিগেইল অ্যাডামস স্কুল মিলনায়তনে এ উৎসবে সংগঠনটির নব নির্বাচিত কমিটির সদস্যরা শপথ নেন।

নব নির্বাচিত সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারকে শপথ করান সংগঠনের প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি। পরে ফখরুল ইসলাম দেলোয়ার কার্যকরী পরিষদের অপর সদস্যদের শপথ করান।

স্বাগত বক্তৃতা দেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ইফজাল চৌধুরী।

অনুষ্ঠানের সদস্য সচিব রিজু মোহাম্মদের পরিচালনায় আরও বক্তব্য দেন কংগ্রেসওম্যান গ্রেস মেং, স্টেট সিনেটর জন ল্যু, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মো. আনোয়ার হোসেন, ‘সাপ্তাহিক ঠিকানা’র ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, ‘সাপ্তাহিক পরিচয়’ সম্পাদক নাজমুল আহসান, ‘সাপ্তাহিক বাংলা’ পত্রিকা সম্পাদক আবু তাহের, বেদারুল ইসলাম বাবলা, অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ‘পিপল এন টেক’র প্রধান কার্যনির্বাহী আবু বকর হানিপ, আহ্বায়ক বিলাল চৌধুরী, ‘জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র নব নির্বাচিত সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, বিদায়ী সভাপতি শেখ হায়দার আলী, নব নির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আল আমিন রাসেল ও প্রধান সমন্বয়কারী এএফএম মিজবাহউজ্জামান।

শামসুন নাহার নিম্মির উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে ‘প্রিয়া ড্যান্স একাডেমি’র শিল্পীরা। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শাহ মাহবুব, রোকসানা মির্জা, লেমন চৌধুরী, সোনিয়া সুইটি ও মোস্তফা অনিক রাজ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!