মেলায় মারুফ মল্লিকের বই ‘গুমের রাজনীতি এবং খাসোগি’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মারুফ মল্লিকের বই ‘গুমের রাজনীতি এবং খাসোগি’।

প্রবাস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2020, 08:08 AM
Updated : 19 Feb 2020, 08:08 AM

সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগি হত্যার আলোচিত ঘটনাকে কেসস্টাডি হিসেবে বিবেচনায় নিয়ে রাষ্ট্রীয় গুম বা নাগরিককে বলপূর্বক নিখোঁজ করে দেওয়ার বিষয়গুলো এ বইয়ে আলোচনা করে হয়েছে।

বইটি মেলায় এসেছে ১৭ ফেব্রুয়ারি, পাওয়া যাবে ‘সমগ্র প্রকাশন’র ৬২০-২১ নাম্বার স্টলে। প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমীন। মূল্য ২৪০ টাকা, মেলা থেকে কিনলে ২৫% ছাড়।

বইটির প্রথম ফ্ল্যাপে বলে হয়েছে, ‘গুম বর্তমান সময়ের বিশ্ব রাজনীতির অন্যতম প্রাসঙ্গিক বিষয়। রাজনীতির এক নৃশংসপর্ব হচ্ছে রাষ্ট্র কর্তৃক নাগরিককে গুম করে দেওয়া। সামরিক বা গণতান্ত্রিক উভয় শাসনব্যবস্থার ভেতর থেকেই বিভিন্ন দেশের নাগরিকরা চিরতরে উধাও হয়ে যাচ্ছে। পরিবারের সদস্যরা তাদের লাশটাও খুঁজে পাচ্ছে না। ঠিক এভাবেই জামাল খাসোগি গুম হয়েছেন।’

বইটি সম্পর্কে লেখক মারুফ মল্লিক জানান, রাষ্ট্র কর্তৃক গুম এখনও প্রাসঙ্গিক অনেক দেশেই। রাষ্ট্রীয় গুমের রাজনীতি নিয়ে সম্যক ধারণা পাওয়া যাবে এ বইয়ে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!