নিউ ইয়র্কে ‘সাহিত্য একাডেমি’র ৯৮তম আসর

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিজেদের ৯৮তম মাসিক আসর করেছে দেশটিতে প্রবাসীদের সাহিত্য সংগঠন ‘সাহিত্য একাডেমি’।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2020, 04:06 AM
Updated : 17 Feb 2020, 04:06 AM

শুক্রবার নিউ ইয়র্কে এ সাহিত্য আসরের অনুষ্ঠানটি পরিচালনা করেন একাডেমির পরিচালক মোশাররফ হোসেন।

আসর শুরু হয় গোলাম মোস্তফার আবৃত্তির মাধ্যমে। আরও আবৃত্তি করেন আবীর আলমগীর, জুঁই ইসলাম ও মমতাজ সুমি।

আলোচনায় অংশ নেন তমিজ উদ্দীন লোদী, কাজী আতীক, ‘ঠিকানা’ পত্রিকার প্রধান সম্পাদক মো. ফজলুর রহমান, হুসাইন কবির, নিনি ওয়াহেদ, শামস আল মমীন, হুসনে আরা, আদনান সৈয়দ ও ‘বাংলা’ পত্রিকার সম্পাদক আবু তাহের।

স্বরচিত ছড়া, কবিতা, হাইকু পড়ে শোনান দলিলুর রহমান, বেনজির শিকদার, ইশতিয়াক রুপু, লুৎফা শাহানা, মনিজা রহমান, জেবুন্নেসা জ্যোৎস্না, শাম্মী আক্তার হ্যাপি, মিশুক সেলিম, আহমদ হোসেন বাবু, মামুন জামিল, শাহ আলম দুলাল, সবিতা দাস, মাসুম আহমাদ, আনোয়ার সেলিম, মাকসুদা আহম্মেদ, আবদুস শহীদ, কামরুন নাহার রীতা ও পলি শাহীনা।

কবি শামসুর রাহমানের উপর কবি শহীদ কাদরীর একটি লেখা পড়েন নীরা কাদরী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!