সৌদি আরবে বিশ্ব ভালোবাসা দিবসে পিঠা উৎসব

শীতের শেষে বসন্তের শুরুতেই দেশে নানা রঙের ফুলে-ফলে প্রকৃতি সাজে নতুন রূপে। প্রকৃতির পাশাপাশি ফাগুনের রঙের সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবসে রঙটা একটু আলাদাভাবেই লেগেছে সৌদি আরবে রিয়াদ প্রবাসীদের মনে।

শেখ লিয়াকত আহম্মেদ, সৌদি আরব প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2020, 04:39 AM
Updated : 16 Feb 2020, 04:39 AM

শুক্রবার রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে ইভেন্ট অর্গানাইজার সংগঠন ‘শ্যাডো’র উদ্যোগে দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আয়োজন করা হয় পিঠা উৎসবের।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়াদ দূতাবাসের বিদায়ী মিশন উপ প্রধান ও বাহরাইনের সদ্য নিয়োজিত রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।

‘শ্যাডো’র উপদেষ্টা মো. নাজিমুদ্দিন ও বিপ্লব দেওয়ানের উপস্থাপনায় উৎসবে মোট ২৭ রকমের বাহারি পিঠা উপস্থাপন করেন প্রবাসী গৃহিণীরা। প্রথম পুরস্কার পান ‘রিয়াদে বাংলা স্কুল অ্যান্ড কলেজের’ জ্যেষ্ঠ শিক্ষক আক্তার জাহান লাকী, দ্বিতীয় পুরস্কার পান জানু আইয়ুব ও তৃতীয় পুরস্কার পান রুমী কুদ্দুস।

প্রবাসী গৃহিণীদের তৈরি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পুলি পিঠা, খোলা চিতুই, দুধ চিতই, ডিম চিতুই, ঝাল কুলি, ভাপা পিঠা, পায়েস, নাড়ু, গড়গড়ি পিঠা, ক্ষীরে ভরা পাটি সাপটা ও কলার পিঠাসহ তেলে ভাজা নানা রঙের পিঠার আয়োজন করা হয়।

‘শ্যাডো’র সাংস্কৃতিক শিল্পীরা গান, কবিতা, নৃত্য ও নাটক পরিবেশন করেন। ‘শ্যাডো’র উদ্যোগে আগামি ১৭ এপ্রিল নববর্ষ উদযাপনের আমন্ত্রণের ঘোষণা দেওয়া হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!