মেলায় প্রবাসী লেখক দেবাশিস সরকারের ‘বিশ্বভ্রমণের ফেরিওয়ালা’

অস্ট্রেলিয়ায় বসবাসরত দেবাশিস সরকারের প্রবাস থেকে নিয়মিত ভ্রমণ কাহিনী লিখেন।

প্রবাস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2020, 01:42 PM
Updated : 12 Feb 2020, 01:42 PM

লেখক, গবেষক ও পর্যটক দেবাশিস সরকারের লেখা ৫ টি মহাদেশের বিভিন্ন দেশ ভ্রমণের গল্প নিয়ে 'বিশ্বভ্রমণের ফেরিওয়ালা' নামের একটি বই এবারের বইমেলায় প্রকাশ হয়েছে।

এই বইটি শিশু, কিশোর ও বয়স্ক মানুষ সবার জন্য যাদের বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে জানার আগ্রহ আছে, বেড়ানোর ইচ্ছে আছে। তার ভ্রমণ গল্পগুলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও সমকাল পত্রিকায় নিয়মিত প্রকাশ হয়েছে। বইয়ের শুরুতেই এ দুই পত্রিকার কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

“বিশ্ব ভ্রমণের ফেরিওয়ালা”বইটি বইমেলায় পাওয়া যাবে উত্তরণ প্রকাশনী (স্টল নম্বর ২৮৩-২৮৪) থেকে (টি এস সি গেটের কাছে)।

'বিশ্বভ্রমণের ফেরিওয়ালা' বইটি সম্পর্কে দেবাশিস সরকার বলেন,  “অনেকের প্রচণ্ড ইচ্ছে থাকা সত্ত্বেও ভ্রমণ করার সুযোগ হয় না বিভিন্ন কারণে। অথবা বিদেশ ভ্রমণে যান কিন্তু সময়ের অভাবে ঠিক বুঝে উঠতে পারেন না কীভাবে অল্প সময়ে কী দেখবেন, কোথায় ভ্রমণ করবেন। আমার চোখে বিশ্ব দেখার এই বইটি আপনাদের সেই আশাই পূরণ করবে বলে আমার বিশ্বাস।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!