আমিরাতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট শুরু

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল।

জাহাঙ্গীর কবীর বাপপি, আরব আমিরাত প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2020, 01:24 PM
Updated : 10 Feb 2020, 02:45 PM

স্থানীয় সময় শুক্রবার বিকেলে আমিরাতের আল আইনে ইউএই ইউনিভার্সিটি আল আইন স্টেডিয়ামে টুর্নামেন্টটি শুরু হয়।

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনস্যুলেটের উদ্যোগে এবং আল আইনের প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সহযোগিতায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে শেখ ফরিদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত সাইদ মোহাম্মদ আল মেহেইরি।

বিশেষ অতিথি ছিলেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সভাপতি ইফতেখার হোসেন বাবু্‌ল, শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, অধ্যক্ষ মীর আনিসুল হাসান, সেলিম উদ্দিন, অধ্যাপক আবদুস সবুর, ইমরাদ হোসেন ইমু, গুলশান আরা, আবুধাবি বিডিসি-র টিম ম্যানেজার শওকত আকবর, নাসির তালুকদার, আব্দুল কাদের,  আলতাফ হোসেন , এমএ হান্নান হিরোসহ অন্যরা।

উদ্বোধনী দিন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির পৃষ্ঠপোষকতার আবুধাবি বিডিসি বনাম বানিয়াস বিডিসি এবং আল-আইন বিডিসি বনাম আল ফালাহ বিডিসির মধ্যে দুটি খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শুরুর আগে বাংলাদেশ স্কুল আবুধাবি ও রাস আল খাইমাহ' ছাত্র-ছাত্রীদের ব্যান্ডের তালে তালে পরিবেশিত কুচকাওয়াজ মাঠ প্রদক্ষিণ করে । টুর্নামেন্টে অংশ নেওয়া  খেলোয়াড়রাও দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে র‍্যালিতে অংশ নেন।

খেলোয়াড়দের সাথে অতিথিরা পরিচিত হন এবং আমিরাত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এরপর শুরু হয় টান টান উত্তেজনায় ম্যাচ।

প্রথম খেলায় একচেটিয়া প্রাধান্য রেখে আবুধাবি বিডিসি বানিয়াস বিডিসি-কে ৪-০  গোলে পরাজিত করে। দ্বিতীয় খেলায় আল-আইন বিডিসি আল ফালাহ বিডিসিকে ১-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।

প্রধান ও বিশেষ অতিথিরা বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন। এতে দুবাই প্রবাসী শিল্পী জাভেদ এর গান দর্শকদের বিমোহিত করে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!