শরিয়ত বয়াতির মুক্তি চেয়ে নিউ ইয়র্কে উদীচীর মানববন্ধন

বাউলশিল্পী শরিয়ত সরকারের মুক্তি দাবি ও পাঠ্যপুস্তকে ‘সাম্প্রদায়িক ভাবধারার লেখা অন্তর্ভুক্তির’ অভিযোগ করে নিউ ইয়র্কে মানববন্ধন করেছে ‘বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’ যুক্তরাষ্ট্র শাখা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2020, 07:17 AM
Updated : 27 Jan 2020, 07:17 AM

রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ মানববন্ধন করেন তারা।

বক্তব্য দেন উদীচীর সিনিয়র সহ সভাপতি সুব্রত বিশ্বাস, সেক্রেটারি জীবন চৌধুরী, ‘বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটার্নস’ ৭১ এর প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ উত্তর আমেরিকার সভাপতি মিথুন আহমেদ, যুক্তরাষ্ট্র জাসদের সেক্রেটারি নূরে আলম জিকো ও জাকির হোসেন।

মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস বলেন, “বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ রচনায়। পচাত্তরের ১৫ অগাস্ট হায়েনার দল জাতির পিতাকে হত্যার পর সেই চেতনা মুছে ফেলার চেষ্টা করেছিল। দীর্ঘ ২১ বছর পর বঙ্গবন্ধুর কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের রায়ে সরকার গঠনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে ফিরিয়ে এনেছেন। এমনি অবস্থায় শরিয়ত বয়াতির মতো অসাম্প্রদায়িক চেতনার একজনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে আমরা পুণরায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। সময় থাকতে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে গড়িমসি করি তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের পথে হাঁটা বাংলাদেশ আবারো পিছিয়ে যেতে পারে।”
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!