দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সিডনি প্রবাসীদের তহবিল

অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তহবিল সংগ্রহ করছেন দেশটির সাউথ ওয়েস্ট সিডনিতে বসবাসরত বাংলাদেশিরা।

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2020, 08:15 AM
Updated : 14 Jan 2020, 08:15 AM

এ উপলক্ষ্যে রোববার বিকেলে সিডনির একটি রেস্তোরাঁয় সভা করেন তারা।

এতে সভাপতিত্ব করেন নিজাম উদ্দিন আহমেদ। সভার শুরুতে গত এক সপ্তাহের অগ্রগতি তুলে ধরে সবাইকে তাদের মতামত ও পরামর্শ দেওয়ার অনুরোধ জানান আবুল সরকার।

আয়োজকরা জানান, ওইদিন তাৎক্ষণিকভাবে ২ হাজার ৬০০ ডলার উত্তোলন করা হয়। সংগৃহীত অর্থ ‘অস্ট্রেলিয়ান রুরাল ফায়ার সার্ভিস’ (আরএফএস) তহবিলে দেওয়া হবে।

সভায় আরও বক্তব্য দেন রফিক উদ্দিন, খাইরুল চৌধুরী, আমীর আজম সরদার, সাদিকুর খান মুন,  খালিদ শুভ, আশফাকুর রাহমান, ইকবাল জুয়েল, ইসমাইল মিয়া, সিরাজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!