ইতালিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে ইতালিতে বাংলাদেশ দূতাবাস। একইসঙ্গে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপনের ক্ষণগণনা শুরু হয়েছে।

সাইফুল ইসলাম মুন্সী, ইতালি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2020, 09:44 AM
Updated : 13 Jan 2020, 09:44 AM

এ উপলক্ষ্যে স্থানীয় সময় শুক্রবার বিকেলে দেশটির রাজধানী রোমে দূতাবাসের স্থায়ী ভবনের একটি হলরুমে রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদারের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও ক্ষণগণনা শুরু উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

সভায় দূতাবাসের কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!