কুয়েতে ‘ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের’ পরিচিতি সভা

নেতা-কর্মীদের নিয়ে পরিচিতি সভা করেছে সাংস্কৃতিক সংগঠন ‘ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম’ কুয়েত শাখা।

আ হ জুবেদ, কুয়েত প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2020, 07:49 AM
Updated : 11 Jan 2020, 07:49 AM

এ উপলক্ষ্যে বৃহস্পতি ও শুক্রবার দেশটির হিজিল এলাকার এক রিসোর্টে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান করেন তারা।

আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক আ হ জুবেদের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ শামিম আহমেদ।

প্রধান অতিথি ছিলেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের রাজনৈতিক কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান।

আয়োজক সংগঠনের আহ্বায়ক কমিটি অনুমোদন পাওয়ায় নেতা-কর্মীদের অভিনন্দন জানান তিনি।

বিশেষ অতিথি ছিলেন আয়োজক সংগঠনের উপদেষ্টা আতাউল গনি মামুন, আকবর হুসেন, জামাল আহমেদ, মোহাম্মদ হেবজু, মনিরুজ্জামান ও ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন’ কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুন, ফয়েজ কামাল, ইমাম উদ্দিন বাদল, কোরবান আলী ও কামরুজ্জামান টিটু।

বক্তব্য দেন শাহ নেওয়াজ নজরুল, নাসের উদ্দিন খোকন, ময়নুল আল ইসলাম, কামাল হুসেন, আয়োজক সংঠনের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম, মাহমুদুর রহমান ও শরিফ মিজান।

অনুষ্ঠানে ‘ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম’ ঢাকা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমান রেজার পাঠানো অডিও ভয়েসের বক্তব্য বাজিয়ে শুনানো হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান শোনান ‘ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের’ যুগ্ম আহ্বায়ক আবুল কালাম, সদস্য কণ্ঠশিল্পী রুনা আক্তার কেয়া ও সদস্য সজিব দেবসহ স্থানীয় কণ্ঠশিল্পীরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!