যুক্তরাষ্ট্রে মুক্তিযোদ্ধাদের নতুন সংগঠন

‘বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটেরনস’ নামে নতুন সংগঠন করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত মুক্তিযোদ্ধারা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2020, 06:26 AM
Updated : 10 Jan 2020, 06:26 AM

এ উপলক্ষ্যে আসছে ১৮ জানুয়ারি স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পালকি চায়নিজ সেকশনে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন তারা।

আয়োজকরা জানান, ‘আমেরিকার যুদ্ধফেরতদের মতো বাংলাদেশি-আমেরিকান যুদ্ধফেরত তথা মুক্তিযোদ্ধারাও যাতে বিদ্যমান সুযোগ-সুবিধার আওতায় আসতে পারেন তেমন একটি যোগাযোগ বাংলাদেশ-আমেরিকা প্রশাসনে তৈরির অভিপ্রায়ে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ এ উদ্যোগ নিয়েছেন।’

বাংলাদেশ সরকারের স্বীকৃত তালিকায় থাকারাই কেবল এ সংস্থার সদস্য হতে পারবেন বলে জানান তারা। এ বিষয়ে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজের সঙ্গে ৭১৮-৫৫৯-২৩২২ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!