পেনসিলভেনিয়ায় সিটি কাউন্সিলম্যান পদে ৩ বাংলাদেশির শপথ

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের মিলবোর্ন ও আপার ডারবি শহরে সিটি কাউন্সিলম্যান হিসেবে শপথ নিয়েছেন ৩ বাংলাদেশি-আমেরিকান।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2020, 05:55 AM
Updated : 10 Jan 2020, 05:55 AM

তারা হলেন- মো. নূরুল হাসান, মাহাবুবুল আলম ও শেখ মোহাম্মদ সিদ্দিক। গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী হন এই তিন ডেমোক্রেটিক প্রার্থী।

সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের শপথ পড়ান বিচারক হ্যারি জে কারাপলাইডস। তাদের মেয়াদ চার বছরের।

শপথ নিচ্ছেন শেখ সিদ্দিক

শপথ নিচ্ছেন মাহবুবুল আলম

মিলবোর্ন সিটি কাউন্সিলম্যান মো. নূরুল হাসান ও মাহাবুবুল আলম দুজনেই চট্টগ্রামের সন্তান। শেখ মোহাম্মদ সিদ্দিকের বাড়ি মানিকগঞ্জে।

তথ্য-প্রযুক্তি বিষয়ক বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘পিপলএনটেক’ ফিলাডেলফিয়া অফিসের প্রধান কর্মকর্তা নূরুল হাসান মিলবোর্ন বরোর নির্বাচিত কাউন্সিলম্যানদের ভোটে ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। এবারও তেমন সম্ভাবনা বলে শোনা যাচ্ছে।

এদিকে আগামী নির্বাচনে পেনসিলভেনিয়া রাজ্যের অডিটর জেনারেল পদে লড়ছেন বাংলাদেশি-আমেরিকান নীনা আহমেদ। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান-আমেরিকান বিষয়ক উপদেষ্টা ছিলেন। এছাড়া ফিলাডেলফিয়া সিটির ডেপুটি মেয়রের দায়িত্বও পালন করেছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!