শারজায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের শারজায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। 

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2020, 10:51 AM
Updated : 6 Jan 2020, 10:51 AM

তার নাম কাজী মোহাম্মদ নুরুজ্জামান লিটন (৩৬)। বাড়ি চট্টগ্রামের হাটহাজারী থানার  ফরহাদাবাদ ইউনিয়নে। পিতা আবুল বশর।

নিহতের চাচাতো ভাই কাজী এনাম জানান, শনিবার সকালে শারজার বিএমডব্লিউ ইউনিয়ন মলের কাছে গাড়ি পার্ক করে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপের ধাক্কায় আহত হন লিটন।

পরে তাকে শারজার আল কাসেমি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রোববার বিকেলে তিনি মারা যান।

লিটনের বন্ধু এস জি মহিনউদ্দীন ময়ুর জানান, ঘটনার দিন লিটন দীর্ঘ সময় ঘরে না ফেরায় খোঁজাখুঁজির এক পর্যায়ে আল কাসেমি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার সন্ধান পান আত্মীয়রা।

লিটনের বড় ভাই কামরুজ্জামান মিন্টুসহ আত্মীয়রা পেশায় ঠিকাদার। বাংলাদেশে লিটনের ৪ বছরের এক ছেলে, দেড় বছরের এক মেয়ে ও স্ত্রী আছেন।

প্রবাসীরা জানান, পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি ও তার পাকিস্তানি চালককে আটক করেছে। বর্তমানে লিটনের লাশ আল কাসেমি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তা দেশে পাঠানো হবে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!