সৌদি আরবে পিএসসি ও জেএসসি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সৌদি আরবের কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

শেখ লিয়াকত আহম্মেদ, সৌদি আরব প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2020, 08:20 AM
Updated : 1 Jan 2020, 08:21 AM

দেশটির রিয়াদ, জেদ্দা, মদিনা ও বুরাইদার কেন্দ্রগুলোতে পিএসসিতে পাশের হার ৯৭.৯২ শতাংশ ও জেএসসিতে পাশের হার ৯৯.১৫ শতাংশ।

রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে জেএসসি পরীক্ষায় মোট ৬২ জন ছাত্র-ছাত্রীর মধ্যে পাশ করেছে ৫৯ জন, পাশের হার ৯৫.১৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ জন।

একই কেন্দ্রে পিএসসিতে ৮৬ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়ে ৮৫ জন পাশ করেছে। পাশের হার ৯৪.৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪১ জন।

জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পিএসসিতে ৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশের হার শতভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন।

একই কেন্দ্রে জেএসসিতে অংশ নেয় ১০৩ জন ছাত্র-ছাত্রী, পাশ করে ৯৭ জন। এই কেন্দ্রে পাশের হার ৯৭.০৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৭ জন।

এদিকে মদিনায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে পিএসসিতে পরীক্ষার্থী ছিল ১৮ জন। কেন্দ্রটিতে শতভাগ পাশ করেছে। জেএসসিতেও ১৩ জন ছাত্র-ছাত্রী অংশ নিয়ে শতভাগ পাশ করে।

এছাড়া বুরাইদাতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে পিএসসিতে ৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫ জনই উত্তীর্ণ হয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!