কুয়েতে প্রবাসীদের বড়দিন উদযাপন

বড়দিন উদযাপন করেছেন কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

আ হ জুবেদ, কুয়েত প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2019, 08:16 AM
Updated : 26 Dec 2019, 08:16 AM

বুধবার দিনটি উপলক্ষে প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করে কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন ‘বেঙ্গলী কোর্‌গ্রুপ, কুয়েত’।

আয়োজক সংগঠনের সভাপতি অতুল আই গোমেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিল্টন জে পালমার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আধ্যাত্মিক পরিচালক ফাদার জনসন।

বক্তব্য দেন রতন রোজারিও, রিচার্ড রোজারিও ও সুরেন রোজারিও।

দিনটি উপলক্ষে কুয়েত সিটিতে অবস্থিত মালিয়া গির্জাসহ বেশ কয়েকটি এলাকার গির্জায় খ্রিস্টান ধর্মানুসারীরা ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন।

প্রবাসীরা জানান, কুয়েতে খ্রিস্টান সম্প্রদায়ের স্থানীয় নাগরিক প্রায় চারশ। এছাড়া দেশটিতে বসবাসরত ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় সাড়ে ৭ লাখ অভিবাসী খ্রিস্টান সম্প্রদায় বড়দিন উদযাপন করেছেন।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!