যুক্তরাষ্ট্রে আরজ আলী মাতুব্বরের ১১৯তম জন্মোৎসব

মানবতাবাদী দার্শনিক আরজ আলী মাতুব্বরের ১১৯তম জন্মদিন পালন করেছেন যুক্তরাষ্ট্র-প্রবাসী সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2019, 09:17 AM
Updated : 19 Dec 2019, 09:17 AM

মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে দিনটি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে প্রবাসী সংগঠন ‘জন্মোৎসব উদযাপন পরিষদ, নিউ ইয়র্ক’।

তোফাজ্জল লিটনের সঞ্চালনায় পঞ্চাশ জনেরও বেশি মুক্তচিন্তার মানুষ আরজ আলীর জীবন ও কর্ম নিয়ে এ আলোচনায় অংশ নেন।

স্বাগত বক্তব্যে জাকির হোসেন বাচ্চু আরজ আলীর সংক্ষিপ্ত জীবন পরিচয় তুলে ধরেন ও তাকে নিয়ে স্মৃতিচারণ করেন। 

ধর্ম, জগৎ ও জীবন সম্পর্কে আরজ আলীর নানামুখী জিজ্ঞাসা নিয়ে আলোচনা করেন মতলুব আলী।

আহমাদ মাযহার আরজ আলীর সাধারণ জীবনাচরণ ও দর্শনের সমসাময়িক প্রাসঙ্গিকতা তুলে ধরে বলেন, “তাঁর ছিল জিজ্ঞাসু মন, জিজ্ঞাসার উত্তর পেতে চেয়েছেন মুক্ত স্বাধীন মন নিয়ে, নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে। এজন্যই তিনি দার্শনিক।”

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জুয়েল মালিক, বদরুল চৌধুরী, সুব্রত বিশ্বাস, ফাহমিদা শিল্পী, সুবক্তগীন সাকী ও রওশন আরা নীপা।

আয়োজনটি সম্পন্ন করতে সহযোগিতা করেন মুজাহিদ আনসারী, ‘মুক্তধারার’ প্রধান কার্যনির্বাহী বিশ্বজিত সাহা, সৈয়দ জাকির আহমেদ রনি, সঞ্জীবন সরকার, রহমান মাহবুব, বিভাস মল্লিক ও ‘বাংলা চ্যানেলের’ মালিক শাহ জে চৌধুরী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!