ইতালিতে ‘পুলিশের গাড়ির ধাক্কায়’ বাংলাদেশি নিহত

ইতালিতে ‘পুলিশের গাড়ির ধাক্কায়’ এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সাইফুল ইসলাম মুন্সী, ইতালি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2019, 08:01 AM
Updated : 16 Dec 2019, 08:01 AM

নিহতের নাম টিপুল মিয়া (৩৫)। বাড়ি কিশোরগঞ্জের আব্দুল্লাহপুরে।

শনিবার দেশটির বন্দরশহর ভেনিসের মেস্ত্রে এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নিহতের ভাই তাজুল ইসলাম।

তিনি বলেন, “টিপুল সকালে সাইকেল চালিয়ে কাজে যাবার সময় বিপরীত দিক থেকে আসা একটি পুলিশের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সেখানেই মারা যায় টিপুল।”

এ বিষয়ে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার বলেন, “লাশটি দেশে পাঠানোর জন্য ইতোমধ্যে তার ভাইয়ের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনের কাছে আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য আহ্বান জানিয়েছি।”

এদিকে দুর্ঘটনার পরপরই সড়কের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় সরকারিভাবে একটি মামলা দায়ের করা হয়েছে। এতে পুলিশের দোষ প্রমাণিত হলে টিপুলের পরিবার আর্থিক ক্ষতিপূরণ পাবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার স্থানীয় একটি মসজিদে নিহতের জানাজা শেষে লাশ দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!