রিয়াদে বাংলাদেশ মিশনে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’

‘ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯’ পালন করেছে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস।

শেখ লিয়াকত আহম্মেদ, সৌদি আরব থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2019, 08:59 AM
Updated : 13 Dec 2019, 08:59 AM

বৃহস্পতিবার দিনটি উপলক্ষ্যে ‘সত্য-মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে’ স্লোগানে নানা আয়োজন করেন তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত গোলাম মসীহ।

তিনি বলেন, “রিয়াদে বাংলাদেশ দূতাবাস ডিজিটাল পদ্ধতিতে সেবা দিচ্ছে। এ লক্ষ্যে সৌদি আরবের বিভিন্ন শহরে ‘এক্সপাট্রেইট ডিজিটাল সেন্টার’ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দূর-দূরান্ত থেকে প্রবাসীরা দূতাবাসের বিভিন্ন সেবা সহজে গ্রহণ করতে পারছেন।”

তিনি প্রবাসীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব প্রচার থেকে সাবধান থাকতে আহ্বান জানান।

দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন দূতাবাসের উপ মিশন প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কারণে প্রবাসীরা বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন। দূতাবাস অ্যাপসের মাধ্যমে অচিরেই প্রবাসীরা বিভিন্ন সেবা পাবেন।”

ফরিদ উদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ সিদ্দিকী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!