নিউ ইয়র্কে শুরু হচ্ছে ‘আসালের’ বার্ষিক সম্মেলন

আমেরিকায় বসবাসরত দক্ষিণ এশিয়দের সংগঠন ‘অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার’ (আসাল) তাদের দ্বাদশ বার্ষিক সম্মেলন করতে যাচ্ছে।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2019, 08:15 AM
Updated : 13 Dec 2019, 08:16 AM

শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টিমস্টারস লোকাল ২৩৭-এ ‘প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আমরা ঐক্যবদ্ধভাবে প্রস্তুত’ স্লোগানে এটি অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।

তারা জানান, এবারের সম্মেলনে সভাপতিত্ব করবেন ‘ইউটিসি অ্যাসোসিয়েট্স’ এর প্রধান কার্যনির্বাহী আজিজ আহমেদ।

সম্মেলনে পুরো আমেরিকায় দক্ষিণ এশিয়দের অধিকার ও মর্যাদা নিয়ে থাকবে বিষয়ভিত্তিক আলোচনা। মূলধারায় সম্পৃক্ততায় ১১ বছরে কতটা অগ্রগতি হয়েছে সে আলোচনা-পর্যালোচনার পাশাপাশি সামনের নভেম্বরে জাতীয় নির্বাচনে করণীয় নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

‘আসালের’ প্রতিষ্ঠাতা ও ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবারের সম্মেলনে ৩ কংগ্রেসমেনসহ জনা-চল্লিশেক নির্বাচিত প্রতিনিধি আসবেন। কানাডাসহ ১৩ অঙ্গরাজ্যের আসালের প্রতিনিধিরা থাকবেন বিভিন্ন পর্বে। সামনের নভেম্বরের নির্বাচনে দক্ষিণ এশিয় প্রার্থীদের বিজয়ের কর্মকৌশল নেওয়া হবে। গত বছরের নির্বাচনে বেশ ক’জন জয়ী হয়েছেন। এর মধ্যে ইলিনয় ও ক্যালিফোর্নিয়ায় দু’জন কংগ্রেসম্যান রয়েছেন দক্ষিণ এশিয়।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!