পাথর ভাঙা মেশিনে পড়ে আবুধাবিতে প্রবাসী নিহত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইট-পাথর ভাঙার মেশিনে পড়ে গিয়ে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2019, 07:20 AM
Updated : 12 Dec 2019, 07:20 AM

তার নাম মোহাম্মদ ইলিয়াস (৫১)। বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে, পিতা মো. জামাল হোসাইন।

নিহতের আত্মীয় মো. মঞ্জুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৮ ডিসেম্বর বিকেলে আবুধাবির শিল্পনগরী মুসাফফার আই ক্যাড সিটি ৩-এ একটি ইট-পাথর ভাঙা মেশিনের মোটর খারাপ হয়ে গেলে ইলিয়াস তা মেরামত করতে যান। এসময় হঠাৎ স্বয়ংক্রিয়ভাবে মেশিনটি চালু হয়ে গেলে তার শরীরের নিচের অংশ সম্পূর্ণ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।”

বাংলাদেশে মোহাম্মদ ইলিয়াসের ১৩ বছরের একটি ছেলে ও ৬ বছরের একটি মেয়ে রয়েছে।

বর্তমানে তার লাশ আবুধাবি সেন্ট্রাল হাসপাতালের হিমঘরে রয়েছে। পুলিশের তদন্ত শেষে লাশ দেশে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!