কাতারে প্রবাসী সাংবাদিকদের ‘শীতকালীন মিলনমেলা’

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ‘শীতকালীন মিলনমেলা’ করেছেন সেখানে বসবাসরত বাংলাদেশি গণমাধ্যমকর্মীরা।

আকবর হোসেন বাচ্চু, কাতারের দোহা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2019, 08:04 AM
Updated : 7 Dec 2019, 08:04 AM

মঙ্গলবার দেশটির রাজধানী দোহার সালাতা পার্কে এতে গণমাধ্যমকর্মীরা সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষা ও সংবাদকর্মীদের কল্যাণে যেকোনো সময় ঐক্যবদ্ধ থাকার অঙ্গিকার করেন।  

মিলনমেলা যৌথ সমন্বয় করেন- ‘বাংলা টিভির’ বিশেষ প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু, ‘জি টিভির’ প্রতিনিধি এম এ সালাম ও ‘ডিবিসি নিউজ’ ও ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ প্রতিনিধি আমিন বেপারী।

উপস্থিত ছিলেন ‘বাংলা ভিশন’ প্রতিনিধি ইউছুফ পাটোয়ারী লিংকন, ‘আর টিভি প্রতিনিধি’ ই এম আকাশ, ‘প্রথম আলো’ উপসাগরীয় প্রতিনিধি তামিম রায়হান, ‘সময় টিভির’ প্রতিনিধি আনোয়ার হোসেন মামুন, ‘যমুনা টিভি’ প্রতিনিধি আবু হানিফ রানা, ‘নিউজ টোয়ান্টিফোর’ প্রতিনিধি মামুনুর রশীদ ও ‘দৈনিক আমাদের সময়’ প্রতিনিধি কাজী শামিম।  

আরও উপস্থিত ছিলেন ‘বক্স টিভির’ হারুনুর রশিদ মৃধা, ‘ভয়েজ বাংলার’ মো. মানিক ও ‘চ্যানেল এস’ এর কাতার প্রতিনিধি আহসান উল্লাহ সজিব।

নৈশভোজের মধ্যদিয়ে আগামী নববর্ষ উদযাপনের জন্য সাংবাদিক ই এম আকাশ ও কাজী শামিমকে সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!