জার্মানিতে ‘ইয়াং পলিমার সাইন্টিস্ট’ পুরস্কার পেলেন দুই বাংলাদেশি

জার্মানির হালে বিশ্ববিদ্যালয়ে ‘ইয়াং পলিমার সাইন্টিস্ট’ পুরস্কার পেয়েছেন সেখানকার দুই বাংলাদেশি শিক্ষার্থী।

মাহবুব মানিক, জার্মানির হালে থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2019, 07:43 AM
Updated : 7 Dec 2019, 07:43 AM

তারা হলেন সারমিন রিতু ও আবির তালিকদার৷

শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আরও মনোযোগী করার জন্য প্রতিবছর মেধা তালিকাভিত্তিক তিনজন শিক্ষার্থীকে এ পুরস্কার দেয় হালে বিশ্ববিদ্যালয়৷ সম্মানি হিসেবে দেয় সনদ ও এক বছর মাসিক হারে ১৫০ ইউরো৷

এবছর তিনজন পুরস্কার বিজয়ীর মধ্যে দুজন বাংলাদেশি শিক্ষার্থী৷ বাকি একজন তিউনিশিয়ার নাগরিক৷

সারমিন রিতু ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পুষ্টি ও খাদ্য বিজ্ঞানে ব্যাচেলর শেষ করে মার্টিন লুথার বিশ্ববিদ্যালয়ে পলিমার ম্যাটেরিয়াল সাইন্সে মাস্টার্স কোর্সে ভর্তি হন৷

অন্যদিকে আবির তালুকদার খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে লেদার ইঞ্জিনিয়ারিং-এ ব্যাচেলর সম্পন্ন করে জার্মানিতে একই বিশ্ববিদ্যালয়ে একই কোর্সে মাস্টার্স করছেন৷

হালে বিশ্ববিদ্যালয় জার্মানির হালে শহরের অন্যতম পুরাতন বিশ্ববিদ্যালয়৷ এ বিশ্ববিদ্যালয়কে কেউ বলে ‘ইউনি হালে’, আবার কেউ বলে ‘মার্টিন লুথার ইউনিভার্সিটি’৷

জার্মান ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইংরেজি মাধ্যমে পলিমার বা প্লাস্টিক প্রকৌশলের উপর উচ্চশিক্ষার জন্য কয়েক বছর আগে এখানে ‘পলিমার ম্যাটেরিয়াল্স সায়েন্স’ নামে একটা কোর্স চালু করা হয়৷

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!